আমুদরিয়া নিউজ : সম্প্রতি শেষ হল মহাকুম্ভ। এর মাঝেই ভাইরাল হয়েছিল একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা জলে ডুব দিতে নামছেন। কিন্তু, কিছুক্ষন পরেই দেখা যায়, মহিলা তাঁর স্বামীকে ভিডিও কল করে সেই কল অবস্থাতেই ফোনটিকেও জলে ডুবিয়ে দেয়। ভিডিওটি ভাইরাল হতেই হাসিতে ফেটে পড়েন অনেকে। একজন কমেন্ট করেন, এটাই তো ভালবাসা, ভিডিও কলে হলেও আমরা দুজন একসাথে মহাকুম্ভে ডুব দেব। আরেকজন মজা করে বলেন, কেউ ভাইকে তার ভার্চুয়াল চুলগুলো ঠিকমতো শুকাতে বলো। না হলে সে ডিজিটাল ঠাণ্ডা লাগার শিকার হবে।
