আমুদরিয়া নিউজ : ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না বলে জানিয়ে দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার জনপ্রিয় অনুষ্ঠান মন কি বাতে প্রধানমন্ত্রী দেশবাসীকে বলে দিলেন, কেউ আপনাকে ফোন করে কোনও সরকারি এজেন্সি, পুলিশ বা যা হোক কোনও সংস্থার নাম করে যদি বলে আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে তা হলে তা মিথ্যে এবং প্রতারণা, ষড়যন্ত্র বলেই মনে করবেন। প্রধানমন্ত্রীর পরামর্শ এরকম ফোন পেলে সঙ্গে সঙ্গে নিজের ব্যক্তিগত একটা তথ্যও ও প্রান্তে থাকা ব্যক্তিকে দেবেন না।
দ্বিতীয়ত, পারলে সঙ্গে সঙ্গে আপনার ফোনের স্ক্রিন শট রেখে দেবেন যাতে পরে বোঝা যায় কে ফোন করেছিল। তৃতীয়ত, সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে সব জানিয়ে দেবেন। এ ধরনের ফোন পেলেই ১৯৩০ নম্বরে ফোন করে বিশদে অভিযোগ জানাবেন। প্রধানমন্ত্রী জানান, ডিজিটাল গ্রেফতারের মতো কোনও ব্যবস্থা নেই। এটি কেবল প্রতারণা। মিথ্যা। অপরাধীদের একটি দল এবং যারা এটি করছে তারা সমাজের শত্রু। প্রধানমন্ত্রী সাইবার জালিয়াতদের মোকাবিলা করতে তিন ধাপের পদ্ধতি ফলো করার পরামর্শ দিয়েছেন।
এক-যখন কেউ কল করে বলবে ডিজিটাল গ্রেফতার করা হয়েছে, প্রথমে তাঁকে বলুন ‘অপেক্ষা করতে। শান্ত থাকুন এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন।
দ্বিতীয়ত, আপনার ব্যক্তিগত তথ্য কারও সাথে শেয়ার করবেন না। যদি সম্ভব হয়, একটি স্ক্রিনশট নিন এবং কল রেকর্ড করুন।
তৃতীয়ত, অ্যাকশন নিন’। 1930 নম্বরে ন্যাশনাল সাইবার হেল্পলাইনে কল করুন। অফিসিয়াল পোর্টালে ঘটনাটি রিপোর্ট করুন এবং আপনার পরিবার ও পুলিশকে জানান।
এই পরামর্শ দিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এই ধরনের কেলেঙ্কারি রুখতে তদন্তকারী বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় তৈরি করা হয়েছে. তৈরি হয়েছে জাতীয় সাইবার সমন্বয় কেন্দ্র।