আমুদরিয়া নিউজ : ডিজিটাল কুম্ভস্নানের প্রতিশ্রুতি দিয়ে এক ভদ্রলোকের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। তাতে তিনি বলছেন, তাঁকে হোয়াটস্যাপে ফটো পাঠালে তিনি সেই ফটো মহাকুম্ভে নিয়ে গিয়ে জলে ডোবাবেন। তাতেই পূণ্যলাভ হবে। ভদ্রলোক ভিডিওয় বলছেন, তাকে শুল্ক বাবদ ১১০০ টাকা দিতে হবে। সেইসঙ্গে তাঁকে হোয়াটস্যাপে ছবি পাঠাতে হবে। তিনি সেই ছবি প্রিন্টআউট করাবেন। তারপর টাকা পাঠাবার ২৪ ঘণ্টার মধ্যে তিনি মহাকুম্ভে গিয়ে প্রিন্টআউট করানো ছবি কুম্ভের জলে চুবিয়ে আসবেন। তিনি প্রতিদিনই এই কাজ করে থাকেন। তাঁর বাড়িও কাছেই, এলাহাবাদে। রসিকতা করে এক নেটিজেন কমেন্ট করেছেন, দাদা আপনার হাত থেকে ছবি জলে পড়ে গেলে তো আমি ডুবে যাব।
