আমুদরিয়া নিউজ : কোচবিহারের সিতাই বিধানসভা উপ নির্বাচনে দলীয় প্রার্থীর জন্য প্রচারে এসে খোশ মেজাজে দিলীপ ঘোষ। বুধবার সকালে কোচবিহার সাগর দিঘি চত্বরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে প্রাতঃভ্রমণ করতে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে।
এদিন হাঁটতে হাঁটতে তিনি সাগরদিঘিতে প্রাতঃভ্রমণে আসা সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এরপর তিনি চা-চক্রেও অংশ নেন। এই চা-চক্রে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে চেনা পরিচিত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিভিন্ন আলোচনায় মজে ওঠেন।
আজ সিতাই বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী দীপক রায়ের সমর্থনে প্রচার ও সভা করবেন দিলীপ ঘোষ।