আমুদরিয়া নিউজ : দিনহাটা উৎসব জমে উঠেছে। প্রয়াত প্রবাদপ্রতিম জনপ্রিয় নেতা কমল গুহের স্মৃতিতে এই মেলার আয়োজন করা হয়েছে দিনহাটার হল মাঠে মানে সংহতি ময়দানে। শতাধিক স্টল হয়েছে। যেখানে রয়েছে বিনোদনের নানা ব্যবস্থা। আছে স্বাস্থ্যমেলা। যেখানে বিনা খরচে নামীদামী হাসপাতালের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসা পরিষেবাও মেলে। ১২ জানুয়ারি মেলার উদ্বোধন হয়েছে। চলবে ১৪ দিন। মেলায় রোজই নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা থাকছে। এবারের মেলায় একটি বইয়ের স্টলও হয়েছে। শিলিগুড়ির চণ্ডাল বুকসের স্টলে রোজই উপচে পড়ছে ভিড়। কারণ, সেখানে উত্তরবঙ্গ উন্নযন মন্ত্রী উদয়ন গুহের লেখা দ্বিতীয় বইটি পাওয়া যাচ্ছে। যেটি চণ্ডাল বুকস প্রকাশ করেছে।
