আমুদরিয়া নিউজ : রাজ্যের ৩২ জন বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে। বুধবার এই খবর সামনে আসে। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতে কোচবিহারের দিনহাটার এক বিজেপি নেতাকে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যের যে ৩২ জন বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে তার মধ্যে কোচবিহার জেলার ৫ জন রয়েছে। নাম না করে দিনহাটার বিজেপি নেতা অজয় রায়ের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ হুমকি দিচ্ছে বলে অভিযোগ। জানা গিয়েছে, দিনহাটার বিজেপি নেতা অজয় রায়ের ডাক নাম বুড়া। সোশ্যাল মিডিয়ায় সেইসব পোস্টে ওই ডাক নামেই নানা রকম হুমকির সুরে কথা লেখা হয়েছে বলে অভিযোগ।
এই বিষয়ে ওই বিজেপি নেতা অজয় রায় জানিয়েছেন, তিনি দুদিন হল কুম্ভ মেলায় আছেন। কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার বিষয়ে ঠিক জানেন না। তিনি অভিযোগ করেন, তাকে প্রাণে মারার জন্য তার উপর অনেকবার আক্রমণ করা হয়েছে। এখন নিরাপত্তা বাহিনী না থাকলে তার উপর আক্রমণ চালাতে আরও সুবিধা হবে। মৃত্যুকে তিনি ভয় করেন না। যতদিন বেঁচে থাকবে তিনি সিংহের মত লড়াই করে বাঁচবেন।