আমুদরিয়া ওয়েব ডেস্ক: দেশের হয়ে ১৬ তম পদক জিতেছেন দীপ্তি জীবনজি। তিনি মেয়েদের ৪০০ মিটার দৌড়ে T20 বিভাগে ব্রোঞ্জ জিতেছেন। তিনি ৫৫.৮২ সেকেন্ডে দৌড় শেষ করেন। অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গল জেলার কাল্লেডা গ্রামের বাসিন্দা দীপ্তি। তাঁর জন্ম থেকে সমস্যা ছিল। আর পাঁচজন শিশুর মতো দীপ্তি স্পষ্ট করে কথা বলতে পারতেন না এবং কিছু শেখার ক্ষমতাও ছিল না। সাধারণত শিশুরা শৈশব থেকেই কিছু না কিছু শিখতে থাকে, কিন্তু দীপ্তির ক্ষেত্রে সেটা হয়নি।জন্মের সময় ওর মাথা তুলনায় ছোটো ছিল এবং ঠোঁট ও নাক স্বাভাবিক শিশুর মতো ছিল না। ফলে গ্রামবাসীরা তাকে নানা ভাবে কটাক্ষ করত। এবার প্যারা অলেম্পিক্সে ব্রোঞ্জ এনে তাঁর সমস্ত অবহেলার জবাব দিলেন বলেই মনে করছেন দীপ্তির বাবা মা।
