আমুদরিয়া নিউজ : উত্তরপ্রদেশের কানপুরে একটি হাসপাতালে মাদক মেশানো পানীয় খাইয়ে এক নার্সকে ধর্ষণের অভিযোগে সেখানকার ডিরেক্টরকে পুলিশ গ্রেফতার করেছে। গত রবিবার রাতের ঘটনা। নার্সের অভিযোগ, ওই সন্ধেয় ডিরেক্টরের দেওয়া পার্টিতে তাঁরা যোগ দেন। সকলে চলে গেলেও ডিউটি করতে বলে তাঁকে থাকতে বলা হয়।
এরপর মাঝরাতে নার্সকে নিজের চেম্বারে ডেকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তরুণী পরদিন পুলিশকে জানান।