আমুদরিয়া নিউজঃ কালীপুজোর ১৫ দিন পরেই শুরু হবে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা। তবে তার আগে এবছর রাসমেলা কতদিনের হবে তা নিয়ে দেখা দিয়েছে জট। মেলার মেয়াদ নিয়ে জেলাশাসক ও পুরসভার চেয়ারম্যানের মতানৈক্য দেখা দিয়েছে বলে জানা গিয়েছে।কোচবিহার পুরসভার এই মেলা পরিচালনা করে। নিরাপত্তার ব্যবস্থার দিকটি দেখে জেলা প্রশাসন। জানা গেছে এবছর রাসমেলা ২০ দিনের করতে চায় পুরসভা। কিন্তু জেলা শাসক ১৫ দিনে জন্য পায় দিয়েছেন।
চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, উত্তর পূর্ব ভারতের সব চেয়ে বড় এই মেলা। দেশ বিদেশের অনেক দোকান আসে। ২০ দিনের মেলা না হলে অনেক দোকান আসতে চাইছে না। মেলা বসতে ও জমতে ৫-৭ দিন লেগে যায়। মেলা ২০ দিনই হবে জানিয়ে তাঁরা জেলাশাসককে চিঠি দেবেন।