আমুদরিয়া নিউজ : রাস্তা দিয়ে হাঁটছিলেন এক তরুণী। একটি চোর এসে তার হাত থেকে একটি পোটলা নিয়ে চম্পট দেয়। পিছনেই ছিলেন এক তরুণ। তিনিও চোরকে ধাওয়া করেন। অনেক দৌড়ে অনেক কসরত করে ব্যাগটি নিয়ে এসে তরুণীকে দেন। গোটা ঘটনায় তরুণী একটুকুও বিচলিত হননি। তাঁর ব্যাগ ফেরত এলে তিনি সেটিকে ডাস্টবিনে ফেলে দেন। ব্যাগ উদ্ধারকারী তরুণের তখন মাথায় হাত। শেষ পর্যন্ত তিনি এমন একটি ব্যাগ উদ্ধার করলেন যা কিনা একটি আবর্জনার ব্যাগ ছিল। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, বেচারার লাভের গুড় পিঁপড়েয় খেল।
