আমুদরিয়া নিউজ : শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা ক্রমশ স্থলভাগের দিকে এগোচ্ছে। তাতেই ওড়িশা জুড়ে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। গোটা ওড়িশা জুড়ে জারি হয়েছে উচ্চ সতর্কতা। দুপুর দড়ালেই ওড়িশা থেকে বিমান ও ট্রেন চলাচল বন্ধ করা হবে। ভুবনেশ্বর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে। ইস্ট কোস্ট রেল ১৯০টি ট্রেন বাতিল করেছে।
বেলা ১১টায় ডানা ওড়িশার ধামারা থেকে ২৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দূরে রয়েছে ডানা।
আজ মাঝরাতের পরে শুক্রবার ভোরের মধ্যেই ডানা আছড়ে পড়ার কথা ভিতরকণিকায়। ওড়িশার বিস্তীর্ণ এলাকায় লাল সতর্কতা জারি হয়েছে।