আমুদরিয়া নিউজ : আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রায় ৩ মাস অতিক্রান্ত। সহকর্মীকে হারিয়ে, বিচার চেয়ে কর্মবিরতি, ধর্না, অনশনে লাগাতার আন্দোলন করেছেন জুনিয়র ডাক্তাররা। সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন কিঞ্জল নন্দা। ভাইফোঁটার দিন বড় সিদ্ধান্ত নিলেন তিনি। তরুণী চিকিৎসক সুবিচার না পাওয়া পর্যন্ত আর ফোঁটা নেবেন না। পরবেন না রাখিও। সামাজিক মাধ্যমে লিখলেন, “ভাই হিসেবে আগলে রাখতে পারিনি, বাঁচাতে পারিনি। যতদিন বিচার না পাব, ভাইফোটা নেবো না, রাখিও পরবো না। সেই যোগ্যতা হারিয়েছি।”