আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি ডুয়ার্স কন্যায় আয়োজিত হয়েছে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার এর জেলাশাসক আর বিমলা, অতিরিক্ত জেলাশাসক স্বাস্থ্য, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা হাসপাতাল সুপার, বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোম সহ ল্যাবরেটরি গুলির পরিচালক মন্ডলী ও প্রতিনিধিগণ। জেলাশাসক আর বিমলা জানান, চিকিৎসা বর্জ্য দিন দিন গুরুতর সমস্যায় পরিণত হচ্ছে। এই বর্জ্য সঠিকভাবে অপসারণ ও প্রক্রিয়াকরণ করতে না পারলে পরিবেশ দূষণ ঘটে বড় বিপদ ডেকে আনবে। চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বেসরকারি হাসপাতাল, নার্সিং হোম ও ল্যাবরেটরি গুলির প্রতিনিধিদের এই বর্জ্য অপসারণ সঠিকভাবে করতে বলা হয়েছে বলে জানান জেলাশাসক।