সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ২৯ ডিসেম্বর: নিখিলবঙ্গীয় শিশু শিক্ষা সহায়িকা ও মাধ্যমিক শিক্ষা সম্প্রসারক সমন্বয় সমিতির (মাদ্রাসা, পুরসভা ও একাডেমিক সুপারভাইজর সহ) দ্বিতীয় আলিপুরদুয়ার জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। শহরের বলাই মোড়ে সত্যপ্রিয় ভবনে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক পরিতোষ ঘোষাল, রাজ্য নেতৃত্ব নুরুল আনোয়ার, শ্রমিক আন্দোলনের অন্যতম জেলা নেতা বলাই সরকার সহ অন্যান্য নেতৃত্ব। সম্মেলনের উদ্বোধন করেন পরিতোষ ঘোষাল প্রয়োজিত সরকার প্রতিবেদন পেশ করেন। সম্মেলন পরিচালনা করেন শুক্লা ঘোষ ব্রহ্ম।
শুন্য পদে নিয়োগ, ভাতা বৃদ্ধি, ই পি এফ সহ অবসরকালীন সুবিধা প্রদান, মাদ্রাসা ও পুরসভার অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের পাঁচ লক্ষ টাকার বেনিফিট দ্রুত প্রদান, মৃত্যুকালীন সুযোগ সুবিধা প্রদান প্রভৃতি বিষয়ে সম্মেলনে আলোচনা হয় এবং প্রস্তাব গ্রহন করা হয়। সম্মেলন থেকে একুশ জনের আলিপুরদুয়ার জেলা কমিটি গঠিত হয়। প্রয়োজিত সরকার সম্পাদক ও মঞ্জু তেওয়ারি সভানেত্রী পদে নির্বাচিত হয়েছেন।