আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার পৌরসভা এলাকায় বাড়ি বাড়ি নলবাহিত বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার লক্ষ্যে চলছে পাইপ লাইন বসানোর কাজ। পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর জানান দুহাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মধ্যে পৌর এলাকার কুড়িটি ওয়ার্ডের পঁচিশ হাজার বাড়িতে নল বাহিত পানীয় জল পৌঁছে দেবার লক্ষ্যে পুর এলাকাকে পাঁচটি জোনে ভাগ করে প্রতিটি জোনে একটি করে জলাধার নির্মান করা হয়েছে। চার নম্বর ওয়ার্ডে নোনাই নদীতে বসানো হয়েছে ট্রিটমেন্ট প্ল্যান্ট নোনাই নদীর জল ট্রিটমেন্ট প্ল্যান্টে বিশেষ প্রক্রিয়ায় পরিশুদ্ধ করে পাঠানো হবে জলাধারগুলিতে। সেগুলি থেকে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি জল সরবরাহ করা হবে। জল প্রকল্পে যে গতিতে পাইপ লাইন বসানোর কাজ চলছে তা দেখে পুরসভার বিরোধী দলনেতা শান্তনু দেবনাথ জানান দুহাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মধ্যে এই প্রকল্প শেষ হওয়া সম্ভব নয়। তাছাড়া পৌর সভার চলতি বছরের বাজেটে এই প্রকল্পের জন্য মাত্র পনেরো কোটি টাকা ধার্য করা হয়েছে, এই সামান্য টাকায় এই বিরাট কর্মযজ্ঞ সমাধা করা যাবেনা। এর জবাবে পৌর চেয়ারম্যান প্রসেনজিৎ কর জানান এই প্রকল্পে রাজ্য সরকার বিগত বছরেই অর্থ মঞ্জুর করেছে, সে অর্থেই প্রকল্পের কাজ চলছে সে কারনেই নতুন করে বাজেটে অধিক অর্থ বরাদ্দ করা হয়নি।
আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা সম্প্রতি এই প্রকল্পের ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করে আশা প্রকাশ করেন নির্ধারিত সময় সীমার মধ্যেই বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে।