সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ৬ ফেব্রুয়ারি: আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামে কুলকুলি সেচ প্রকল্পের নির্মীয়মান কাজ পরিদর্শন করলেন আলিপুরদুয়ার এর জেলাশাসক আর বিমলা। এদিন তার সাথে ছিলেন সেচ দপ্তরের আলিপুরদুয়ার সেচ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনীয়ার ও সহকারী ইঞ্জিনীয়ার শহ অন্যান্য আধিকারিকগন। জেলাশাসক আর বিমলা জানান প্রকল্পটি দেড় কোটি টাকা ব্যয় করে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পটি সম্পুর্ণ হলে ব্লকের দুশো পঞ্চাশ হেক্টর চাষের জমি সেচের আওতায় আসবে। পাশাপাশি এই প্রকল্পের উৎস স্থলে একটি পিকনিক স্পট গড়ে তোলা হবে।
