আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলায় জোর কদমে চলছে জল স্বপ্ন প্রকল্পে বাড়ি বাড়ি নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন জলাধার ও পাইপ লাইন বসানোর কাজ। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার জেলা সফরে এসে বাড়ি বাড়ি নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তারপর থেকে এই প্রকল্পের নির্মীয়মান কাজগুলিতে গতি আসে। সোমবার আলিপুরদুয়ার এর জেলাশাসক আর বিমলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বাস্তুকারকে সাথে নিয়ে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জল সরবরাহ প্রকল্পের নির্মীয়মান কাজগুলি পরিদর্শন করেন।
এদিন জেলাশাসক বনচুকামারী গ্রাম পঞ্চায়েতের বাইরাগুড়ি ও ফোস্কাডাঙ্গা, পাটকাপাড়া গ্রাম পঞ্চায়েতের নিমতিঝোড়া, মাঝেরডাবরী গ্রাম পঞ্চায়েতের উত্তর ঢালকর,পুঁটিমারি, শ্রীনাথপুর, শামুকতলা এবং টটপাড়া গ্রাম পঞ্চায়েতের কয়াখাতায় নির্মীয়মান প্রকল্পগুলি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলাশাসক এদিন বাড়ি বাড়ি নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রকল্পের নির্মীয়মান কাজ গুলির অগ্রগতি খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করে জানান কাজগুলি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যেই এই পরিদর্শন কর্মসূচি।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম