আমুদরিয়া নিউজ : কালীপুজো, দীপাবলিতে আমাদের পরিচিত বিভিন্ন রঙের আতসবাজি তো পাওয়াই যায়। তবে এবারে দীপাবলিতে নতুন চমক ‘ড্রোন’ বাজি, লাট্টু চরকি। আর এই ড্রোন বাজিকে ঘিরে ছোট থেকে বড় কারোরই কৌতূহলের শেষ নেই। এবারে দীপাবলিতে ক্রেতাদের পছন্দের বাজির তালিকায় জায়গা করে নেবে এগুলি। ড্রোন বাজির দাম ২৫০-৩০০ টাকার মধ্যে আর লাট্টু চরকি পাওয়া যাচ্ছে ২০০-২২০ টাকায়। নতুন এই বাজির কথা জেনে আপনার মনেও নিশ্চয়ই কৌতূহল দানা বাধছে।