আমুদরিয়া নিউজঃ আবাস যোজনার সমীক্ষার সুপার চেকিং করতে উপভোক্তাদের দুয়ারে প্রশাসনের শীর্ষ স্থানীয় কর্তারা! উপভোক্তাদের দরজায় কড়া নাড়ল জেলা শাসক, পুলিশ সুপার, মহকুমা শাসক। বুধবার এই ছবি দেখা গেল কোচবিহারের গ্রামে। এদিন কোচবিহার ১ নং ব্লকের দেওয়ানবশ, চড়কের কুঠি, টাপুর হাট, গুড়িয়াহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। গ্রামের বেশ কিছু উপভোক্তার বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে আবাস সমীক্ষায় দেওয়া তথ্য সরেজমিনে ক্ষতিয়ে দেখেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, সদর মহকুমা শাসক কুনাল ব্যানার্জী।
গত ২১ অক্টোবর থেকে কোচবিহার জেলা জুড়ে আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হয়েছে। প্রায় চার লাখ পরিবারের উপর এই সমীক্ষা করা হচ্ছে। এই সমীক্ষা ঠিক ভাবে হচ্ছে কিনা তা দেখতে সুপার চেকিং করতে দেখা গেল জেলা প্রশাসনের আধিকারিকদের। জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানান, সারা জেলায় আবাস যোজনার সমীক্ষা শুরু হয়েছে এবং চলছে। তার সুপার চেকিং করা হচ্ছে। যারা প্রকৃত যোগ্য তারা যাতে বাড়ি পায়, সেটাই দেখা হচ্ছে। ২০২২ সালের সমীক্ষার তালিকা অনুযায়ী এই সমীক্ষা হচ্ছে। নতুন করে কোনো নাম নথিভুক্ত করা হচ্ছে না।