আমুদরিয়া নিউজ : একটি গুপ্ত রহস্যের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ক্যামেরা ধরে এক তরুণী তার বোনকে বোঝাবার চেষ্টা করছেন কিছু গোপন কথা। হাসতে হাসতেই ওই তরুণী ভিডিওয় বলছেন, আমার বোনের ধারণা যে ছেলেটা আমার বোনকে পছন্দ করে, সেই ছেলেটার মনপসন্দ মহিলা হল আমার বোন। তবে এটা আমার বোন জানে না যে ছেলেদের পছন্দসই মহিলা হয় না। আসলে ছেলেদের গোটা গার্লস হস্টেলই পছন্দ। এটুকু বলতেই ভিডিওর ফ্রেম চলে আসে অন্য এক তরুণ। তাকে বলতে শোনা যায়, এই ভেতরের খবরটা কে পাচার করছে? আমাদের ভেতর এই গদ্দারটা কে ? মুহূর্তে হাস্যরস সৃষ্টি হয়। ভিডিও দেখে নেটপাড়ার এক তরুণের কমেন্ট, আমরা একজনকেই চাই। অন্যদের প্রতি আমাদের ইন্টারেস্ট নেই।
