আমুদরিয়া নিউজ: আজ ২৬ শে অক্টোবর। আজকের এই দিনটি ইন্টারসেক্স অ্যাওয়ারনেস ডে হিসেবে পালিত হয়। ইন্টারসেক্সদের নিয়ে সচেতনতা দিবস। ক্লিভিনাল ক্লিনিকের দেওয়া তথ্য অনুযায়ী, ইন্টারসেক্স বলতে তাদের বোঝায়, যাদের প্রজনন অঙ্গ পুরুষ বা মহিলা লিঙ্গের বাইনারির সাথে খাপ খায় না। উভয় বৈশিষ্ট্যই ধারণ করে।
কিম্বার্লি জিসেলম্যান, একজন আমেরিকান আইনজীবী। যিনি ৪০ বছর বয়সে মেডিক্যাল রেকর্ড দেখে প্রথম ইন্টারসেক্স শব্দের সাথে পরিচিত হন এবং নিজের জীবনের চরম সত্য আবিষ্কার করার পর ইন্টারসেক্স কমিউনিটিদের মানবাধিকার নিয়ে কাজ করা শুরু করেন।
নিজের এই সবচেয়ে বড় আইডেন্টিটি জানার পর একইসাথে আশ্চর্য ও মুক্তির স্বাদ অনুভব করেন কিম্বার্লি। আশ্চর্যের দিকটা এইরকম, আশির দশকে তাঁর অস্ত্রোপচার নিয়ে কিম্বার্লিকে মিথ্যা জানানো হয়, যা তাঁর বাবা-মায়ের পক্ষেও বোধগম্যের বাইরে ছিল। এক্স ও ওয়াই দুই ক্রোমোজোম নিয়েই জন্মগ্রহণ করেন কিম্বার্লি, যা সাধারণত পুরুষ ক্রোমোজোমের পরিচয় বহন করে। অথচ ফেনোটাইপগতভাবে নারী হয়েই ভূমিষ্ঠ হন তিনি। অতলে চলে যায় তাঁর ইন্টারসেক্স সত্তার পরিচয়।
ভিডিও দেখুন এখানে: https://youtu.be/cOuAYKrkne0
পরবর্তীতে তাঁকে চিকিৎসকরা জানান, আংশিকভাবে তাঁর শরীরে নারীদেহের যে প্রজনন অঙ্গগুলি বিকশিত হয়েছে, সেগুলি সরিয়ে না ফেলা হলে থাকবে ক্যান্সারের ঝুঁকি। তাঁকে এও বলা হয়, তাঁর হরমোনাল চিকিৎসার প্রয়োজন এবং ভবিষ্যতে তিনি কখনই সন্তান ধারণ করতে পারবেন না। তারপর স্বামীকে সাথে নিয়ে চীন থেকে দুই সন্তানকে দত্তক নেন কিম্বার্লি।
শরীরের ভেতরকার সত্যিকারের পরিচয় গোপন রাখতে বলা হয় তাঁকে, যা শুনে তিনি ভীষণই হতাশ ও অসহায় অনুভব করতেন। ক্যান্সার চেক-আপের পর সামনে আসে সম্পূর্ণ ভিন্ন এক সত্যি! দেখা যায়, আদতে কোনদিনই ক্যান্সারে আক্রান্ত ছিলেনই না কিম্বার্লি! তাঁর টেস্টিকেল তথা অণ্ডকোষ স্বাস্থ্যকর ছিল, যা খুব সহজভাবেই রেখে দেওয়া যেত। অর্থাৎ শুধুমাত্র তাঁর দেহকে তথাকথিত ‘স্বাভাবিক’ করতে, কিম্বার্লিকে সমাজের ‘লজ্জা’ থেকে বাঁচতে দিতে চেয়েছিলেন ডাক্তাররা।
বর্তমানে একজন ইন্টারসেক্স ও ইন্টারসেক্স কর্মী হিসেবে পূর্ণ, সমৃদ্ধ জীবন উদযাপন করছেন সেই কিম্বার্লিই। এটাই তাঁর পরিচয়ের বিশাল অংশ হয়ে উঠেছে। আর তাই এই বিশেষ কমিউনিটি সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে ও তাঁদের ওপর মানবাধিকার লঙ্ঘন নির্মূল করতে অঙ্গীকারবদ্ধ কিম্বার্লি, যাতে পূর্ণভাবে বেঁচে থাকার স্বাদ নিতে পারে তাঁর মত বাকি ইন্টারসেক্সরাও।