আমুদরিয়া নিউজ : নতুন রংয়ের খোঁজ পেয়ে গিয়েছেন বিজ্ঞানীরা। মনুষ্য চোখে এখনও পর্যন্ত ধরা দেয়নি সেই রং। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা লেজার এবং উন্নত ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে পাঁচজন ব্যক্তিকে এমন একটি রঙ দেখতে সক্ষম করেছেন যা আগে কখনও কোনও মানুষ দেখেনি। গবেষকদের দাবি, লেজার রেটিনার পৃথক কোষগুলিকে উদ্দীপিত করে সেগুলিকে ক্ষমতার বাইরে নিয়ে গিয়ে কাজ করতে বাধ্য করেছেন। এর ফলেই মিলেছে সাফল্য। ১৮ এপ্রিল ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ গবেষণার বিস্তারিত প্রকাশ করা হয়েছে। গবেষকরা নতুন রঙের নামকরণ করেছেন ‘ওলো’।
