আমুদরিয়া নিউজ : দমকলকর্মীরা কেবল দুঃসাহসিক অভিযানের মাধ্যমে মানুষের জীবন বাঁচান না। চিকিৎসকরা যখন সমস্যার সম্মুখীন হন, তখন তারা গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিস্থিতিতে সহায়তা করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
উত্তর কেরালার কানহানগড়ের এক ব্যক্তি তাঁর গোপনাঙ্গে লোহার ওয়াশার আটকে যাওয়ায় প্রবল যন্ত্রণায় ভুগছিলেন। হাসপাতালে যেতেই চিকিৎসকরা অপারেশন শুরু করেন। কিন্তু বহুবার চেষ্টা করেও তাঁরা ওয়াশরটি বের করতে ব্যর্থ হন। তাঁরা দমকলকর্মীদের ফোন করেন। পরে দীর্ঘ ২ ঘণ্টার অপারেশনের পর দমকলকর্মী ও চিকিৎসকদের মিলিত প্রচেষ্টায় ওয়াশারটি বের করা সম্ভব হয়। ওই ব্যক্তি বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানান চিকিৎসকরা।

গোপনাঙ্গে আটকে থাকা লোহার ওয়াশার বের করতে দমকল ডাকলেন চিকিৎসকরা
Leave a Comment