আমুদরিয়া নিউজ : আর জি কর কাণ্ডের জেরে ডাক্তারদের আন্দোলন ক্রমশ জোরাল হচ্ছে। সরকারি হাসপাতালে তো কর্মবিরতি ছিলই, এখন একাধিক বেসরকারি হাসপাতালেও কর্মবিরতির ডাক দেওয়া হল।
সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে শুধু নন ইমারজেন্সি পরিষেবা বন্ধ থাকবে। ইমারজেন্সি কাজ হবে।