আমুদরিয়া নিউজ : মিসরের গিজার গ্রেট পিরামিডের উপরে একটি কুকুর উঠে পড়েছিল। একজন প্যারাগ্লাইডারে চড়ে ঘোরার সময়ে তা দেখে চমকে যান। কুকুরটি কীভাবে অত উপরে উঠল তা নিয়ে কৌতুহল তুঙ্গে। পরে অবশ্য সেটি নিচে নেমে আসে। পিরামিডের একেবারে ওপরে উঠে কুকুরটি একটি পাখিদের তাড়া করছে।
