আমুদরিয়া নিউজ : গাজায় ১৮ মাস নিখোঁজ থাকার পর ইসরায়েলি পরিবারে ফিরে এল তাঁদের পোষা সারমেয়। ২০২৩ এর ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের কিবুৎজ নির ওজে হামাসের হামলার সময় নিখোঁজ হওয়ার পর র্যা চেল ড্যানসিগ কখনও ভাবেননি যে তিনি তার কুকুর বিলিকে আবার দেখতে পাবেন। তিনি ভেবেছিলেন সেই হামলায় তাঁর আদরের বিলিও মারা গিয়েছে। তবে, মঙ্গলবার রাতে তিনি একজন ইসরায়েলি সেনার ফোনে জানতে পারেন যে বিলিকে জীবিত অবস্থায় পাওয়া গেছে। তারপর তিনি বিলিকে ফেরত নিয়ে আসেন।
