আমুদরিয়া নিউজ : বাঘমামা ও সিংহমাসি ভড়কে গিয়েছিল। লেগে পড়েছিল লড়াইয়ে। তাদের বিবাদ আটকাতে আসে এক সারমেয়। বাঘমামার ঘাড়ে কামড়ে ধরে থাকে। বাঘমামা মাথা ঝুঁকিয়ে বসে থাকেন। তবে সিংহমাসি আবার সুযোগ পেয়ে চলে আসে বাঘমামার পেছনে। বাঘমামাকে উসকে দেওয়ার জন্য কামড়ে দেন বাঘমামার পেছনে। বাঘমামা আবার ভড়কে যান। কুকুরকে সরিয়ে হুংকার দিয়ে আবার লড়াইয়ে নেমে পড়ার চেষ্টা করেন। কুকুরটি এবারও আটকাতে আসে। বাঘমামার মুখে চাটাচাটি শুরু করে দেয়। অবশেষে ক্ষান্ত হয় বাঘমামা ও সিংহমাসি। আসলে এই দৃশ্য একটি চিড়িয়াখানার। সেখানে প্রমাণ সাইজের দুই প্রতিদ্বন্দ্বী বাঘ ও সিংহের লড়াই থামিয়ে দিতে দেখা যায় সারমেয়টিকে। এই ভিডিওটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
