আমুদরিয়া নিউজ : সে জাতে রটউইলার। বিষধর সাপও তার কাছে নেহাত শিশু। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে ধরা পড়েছে রটউইলার কুকুরের সঙ্গে একটি বিষধর সাপের লড়াই। বাড়ির বাগানে একটি সাপ ফণা তুলে বসেছিল। সেটিকে দেখে পোষ্য কুকুরটি ঘেউ ঘেউ শুরু করে। মুখ দিয়ে কামড়ে এমন আছাড় দেয় যে সাপটি ছোবলও মারতে পারেনি। কয়েক সেকেন্ডের মধ্যেই সাপটিকে ছিন্নভিন্ন করে দেয় কুকুরটি।
