আমুদরিয়া নিউজ : ঘরের মধ্যে একটি চায়ের কাপ ভেঙেছিল কুকুরটি। কী করবে বুঝে উঠতে পারছিল না। ঘরের মধ্যে ছিল আর একটি ছোট পোষ্য কুকুর। সেটিকে ভাঙা চায়ের কাপের দিকে মুখে করে টেনে নিয়ে আসে বড় কুকুরটি। তারপর নিজে চলে যায় অন্যত্র। মালিক এসে দেখেন ভাঙা চায়ের কাপের কাছে বসে ছোট্ট কুকুরটি। দেখে রেগে যান মালিক। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, উদর পিণ্ডি বুধোর ঘাড়ে।
