আমুদরিয়া নিউজ : সিংহ যে কুকুর কে ভয় পেতে পারে তা সত্যিই বিশ্বাস করা দায়। কিন্তু, এমনই এক ভিডিও ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যায় একটি কুকুর এমন ঘেউ ঘেউ করছে যে তাঁর সামনে এসেও একটি সিংহ ভয়ে ভয়ে দূরে সরে যাচ্ছে। ভিডিওর কমেন্টে একজন লেখেন, ওই কুকুরটি একটু বেশি পারলে-জি বিস্কুট খেয়ে ফেলেছিল বোধহয়।
