আমুদরিয়া নিউজ : জাতে ওয়াই মেরানার। ‘গ্রে গোস্ট’ পোশাকি নামের এই কুকুরটির কান্ড দেখে হতভম্ব নেটিজেনরা। সম্প্রতি ভাইরাল হওয়া এমন একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওই জাতের কুকুরটি চুপ করে বসে রয়েছে। তবে তার মুখ থেকে খুদে কোনও একটি প্রাণীর দুটি পা বেরিয়ে আছে। কুকুরটির মালিক খুব বকাবকি করছেন তাকে। বার বার তিনি মুখ থেকে ফেলে দিতে বলছেন কুকুরটিকে। তবে পোষ্যটি কোনও হেলদোল দেখাচ্ছেন না। এবার মালিক রেগে তার পোষ্য কুকুরটিকে বাইরে বার করে দেন। দূর থেকে চেঁচিয়ে মুখ থেকে ফেলতে বলেন। কথা শোনে সারমেয়টি। তার মুখ থেকে বার হতে দেখা যায় একটি খুদে খরগোশের ছানাকে। মালিকের বাড়ির বাগানে একটি গর্তে খরগোশ ছানাটির মা তার মতো কয়েকটির জন্ম দিয়েছে। সেখান থেকেই নাগালে পেয়ে এরকমভাবে ছানাটিকে মুখে পুড়ে বসেছিল তার ওয়াইমেরানার। কী কাণ্ড!
