আমুদরিয়া নিউজ : ডগ শেল্টারে ঘুরতে গিয়েছিলেন এক সাংবাদিক। ঘুরে টুরে একটি কুকুরকে আদর করতে নেন তিনি। কুকুরটি তাঁর হাত জড়িয়ে ধরে। তাঁকে সে কিছুতেই যেতে দেবে না। সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে সাংবাদিক যাওয়ার চেষ্টা করেও কুকুরটি থেকে দূরে চলে আসতে পারছেন না। কুকুরটি বারবার তাঁর হাত আকড়ে ধরছে।
