আমুদরিয়া নিউজ : সব ঠিকঠাক থাকলে এখনও অবধি ভোটের ফল য়া বলেছে তাতে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা। কারণ, আমেরিকায় দোদুল্যমান হিসেবে পরিচিত ৭টি অঙ্গরাজ্যের মধ্যে পেনসিলভিনিয়ার ফলে দেখা যাচ্ছে, সেখানে জিতেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প।
এর ফলে তিনি আমেরিকার ইলেকটোরাল কলেজের ২৬৬টি ভোট পেয়ে গেলেন। আমেরিকার প্রেসিডেন্ট হতে গেলে ইলেকটোরাল কলেজের ২৭০টি ভোট প্রয়োজন হয়।
আমেরিকার যে ৭টি রাজ্যকে দৌদুল্যমান বলা হয় তা হল, জর্জিয়া, আরিজোনা, মিশিগান, পেনসিলভিনিয়া, নর্থ ক্যারোলাইনা, নেভাডা, ও উইসকনসিন।
এখন চারটি দোদুল্যমান রাজ্যের ভোটের ফল বাকি রয়েছে। সেখানে সব কটায় ডোনাল্ড ট্রাম্প এগিয়ে বলে খবর। উইসকনসিনে ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে রয়েছেন। এখানে ট্রাম্প জিতলে তাঁর ইলেকটোরাল ভোটের সংখ্যা বেড়ে হবে ২৭৬। ফলে, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়াটা নিশ্চিত হয়ে যাবে।