আমুদরিয়া নিউজ : আজ, সোমবার ভারতীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার শপথ নেবেন। সে জন্য অভূতপূর্ব নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আগে এক বিজয় সমাবেশে ভাষণ দিতে গিয়ে আগের সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, গত চার বছরে আমেরিকা অনেক পিছিয়ে পড়েছে। তিনি ঘোষণা করেন, পদে বসার পরে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যাতে বন্ধ হয়, সেই চেষ্টা করবেন।
সেই সঙ্গে বিশ্ব যাতে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে না এগোয় তা নিশ্চিত করার চেষ্টা করবেন। এবং মধ্য প্রাচ্যেও উত্তেজনা প্রশমনের চেষ্টা চালাবেন ট্রাম্প।