আমুদরিয়া নিউজ : আগামী সোমবার দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্পের। ২০ জানুয়ারি, আমেরিকার ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। তাঁর অভিষেক অনুষ্ঠান দেখার জন্য ২ লাখের বেশি টিকিট বিলি হয়েছে। সেখানে নানা দেশের নেতা, শীর্ষস্থানীয় ধনকুবের, নানা বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানকার ন্যাশনাল মল থেকে বিশালাকারের ভিডিও স্ক্রিনে কয়েক হাজার মানুষ ওই শপথ অনুষ্ঠান দেখতে পারবেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর ক্যাপিটাল থেকে হোয়াইট হাউসে যাওয়ার রাস্তা পেনসিলভানিয়া অ্যাভিনিউতে প্যারেড করে যাওয়ার সময় জনসাধারণ ট্রাম্পকে দেখতে পাবেন।
