আমুদরিয়া নিউজ : কর্ণাটকের রায়চুরের একটি মন্দিরে মোট সাড়ে ৩ কোটি টাকা নগদ, ৩২ গ্রাম সোনা এবং ১.২৪ কেজি রুপো দান করা হয়েছে। মন্দিদের শতাধিক পুরোহিতেরা সেই টাকা ও গয়না গুলি গুনেছেন। গত বছর, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং তাঁর স্ত্রী অক্ষতা মূর্তিও বেঙ্গালুরুতে রাঘবেন্দ্র স্বামী মঠ পরিদর্শন করেছিলেন।