আমুদরিয়া নিউজ: এবার জামার বোতাম দিয়ে সেজে উঠবেন মা কালি। ৫৬ বছরের পুজোয় এমনই ভাবনা মেদিনীপুরের রাজারপুকুর মিলন সঙ্ঘের। পুজোর উদ্যোক্তারা জানাচ্ছেন পুজোর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
এছাড়া সাধারণ মানুষের জন্য থাকছে ভোগ-প্রসাদের ব্যবস্থা। বোতামের প্রতিমা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কালী মায়ের দর্শন করতে রেকর্ড ভিড় হবে, আশায় ক্লাব সদস্যরা। চলছে জোরকদম প্রস্তুতি।