আমুদরিয়া নিউজ : মেট্রোতে দাঁড়িয়ে যাচ্ছিলেন এক তরুণ। পাশে ছিলেন এক তরুণী। ধরে দাঁড়ানোর রডে হাত রাখতেই তরুণ চেঁচিয়ে উঠলেন, এখানে হাত রাখবেন না। তরুণী বেশ অবাক হলেন। জিজ্ঞাসা করলেন, কেন ? এটা পাবলিক ট্রেন তো। সঙ্গে সঙ্গে তরুণ রডটি আলাদা করে দেখালেন। আসলে ওই তরুণ একটি স্টিলের রড সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন। তরুণী খেয়ালই করেননি ওটা আসল না নকল।
