আমুদরিয়া নিউজ : লাইব্রেরিতে এক তরুণের সঙ্গে এক তরুণীর প্রথম পরিচয়। তরুণ একটু তটস্থ। একে সবে মেয়েটির সঙ্গে পরিচয়। তাও লাইব্রেরিতে ওই মুহূর্তে কেউ নেই। তরুণ নিজের অজান্তেই বলে ওঠে, এই ড্রেসটা পরে তোমাকে বেশ সুন্দর লাগছে। আসলে ড্রেসটা দারুন। তরুণী কিছু বলতে যাচ্ছিল। তবে তরুণ আগেভাগে কথা বলে ওভার একসাইটেড। আপন খেয়ালেই বলে বসে, ড্রেসটা তো আছেই। তবে ড্রেস ছাড়াও তোমাকে ভালই লাগবে। শেষ লাইনটা বলেই তরুণ জিভ কাটে। ওই যুগলের এই ক্ষণিকের আলাপচারিতা এখন নেটপাড়ায় ভাইরাল। ভিডিওর ক্যাপশন, স্লিপ অফ টাঙ।
