আমুদরিয়া নিউজ : মাঝরাতে জোমাটো ডেলিভারি বয়ের বাইকে ধাক্কা দিযে মেরে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগে এক সেলুন মালিককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সোমবার গভীর রাতে দক্ষিণ দিল্লিতে কিসানগড়ের ঘটনা।
পুলিশ জানায়, হরেন্দর শর্মা নামে ২৭ বছরের জোমাটো ডেলিভারি বয় খাবার পৌঁছতে যাচ্ছিলেন। সে সময়ে একটি ক্রেটা গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পুলিশ তদন্তে নেমে সিসি টিভি ফুটেজ জানতে পারে, গাড়িটি এক মহিলার। এর পরে মহিলার ভাই নবীন কুমারকে পুলিশ ধরে। নবীন গাড়িটি চালাচ্ছিলেন। গাড়িটি বাজেয়াপ্ত হয়েছে।