আমুদরিয়া নিউজঃ ঘূর্ণিঝড় ‘ডানা’র ল্যান্ডফলের সময় যত ঘনিয়ে আসছে, জেলায় জেলায় আবহাওয়া তত খারাপ হচ্ছে। বিকেল গড়াতে কোচবিহার সহ উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বইছে। সঙ্গে দোসর বৃষ্টি। আর এর জেরেই আবহাওয়ার পারদ নিন্মমুখী। ডানার প্রভাবে এক ধাক্কায় কোচবিহার সহ উত্তর বঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ। বৃষ্টি ও শীতে গুটিশুটি হওয়ার উপক্রম। শীতের মরশুমের আগে এমন আবহাওয়া পেয়ে তার ভরপুর আনন্দ নিচ্ছেন অনেকে।
