আমুদরিয়া নিউজ : আজ কাম্যাখ্যাগুড়ি রেল স্টেশন পরিদর্শন করলেন আলিপুরদুয়ার জংশন রেল বিভাগের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার অমরজিত গৌতম। তিনি এদিন পরিদর্শন শেষে জানান আলিপুরদুয়ার জংশন রেল বিভাগে পনেরোটি স্টেশন উন্নয়ন এর কাজ চলছে । কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই তার এই পরিদর্শন। তিনি আরও জানান কয়েকমাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। কাজ শেষ হয়ে গেলে স্টেশনে যাত্রীরা ও সাধারন মানুষ বিভিন্ন ধরনের উন্নত মানের পরিষেবা পাবেন। স্টেশনটি দ্বিতীয় শ্রেনির বিশ্বমানের উপযুক্ত করে গড়ে তোলা হচ্ছে। পরবর্তীতে আরও অনেক দুরপাল্লার ট্রেনের স্টপেজ দেওয়ার ব্যবস্থা হবে। কামাখ্যাগুড়িতে রেলওয়ে ওভারব্রিজ নির্মান বিষয়ে তিনি বলেন ওভারব্রিজ নির্মানের জন্য রাজ্য সরকারের প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গিয়েছে। সেভাবে প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া সমাপ্ত হলে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। স্টেশনের কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
