আমুদরিয়া নিউজ : আর জি কর কাণ্ডের দ্রুত বিচার চেয়ে ইতিমধ্যেই অভয়া মঞ্চে এক হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডকটরস এবং নাগরিক সমাজের প্রায় ৮০টি সংগঠন। ৪ ঠা নভেম্বর সোমবার দ্রুত সিবিআই তদন্ত সহ কয়েক দফা দাবিতে তাদের কর্মসূচি ‘দ্রোহের আলো জ্বালো’। তদন্তের ফাঁক-ফোঁকর নিয়ে ৭ নভেম্বর রয়েছে ‘জনতার চার্জশিট’ কর্মসূচি। বিচারের দাবিতে রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে চলবে প্রচার।
প্রসঙ্গত, জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দদের ডাকে গত ৩০শে অক্টোবর জানানো হয়েছে, নির্যাতিতার জন্য বিচার ছিনিয়ে না আনা পর্যন্ত আন্দোলন জারি থাকবে। এর মধ্যেই ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন’ নামে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠন আত্মপ্রকাশ করেছে শনিবার।
জুনিয়র ডক্টর্স’ ফ্রন্টের প্রথম দাবি ছিল নির্যাতিতার জন্য বিচার। অ্যাসোসিয়েশনের সদস্যদেরও প্রথম দাবি সেটিই। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও রোগী পরিষেবায় পর্যাপ্ত পরিকাঠামোর দাবি তুলে মুখ্যসচিবকে ইমেলে জানায় অ্যাসোসিয়েশন। এখন ৮০টি সংগঠন একত্র হয়ে হুমকি সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চাইছে বলেই সূত্রের খবর।