আমুদরিয়া নিউজ : হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দুদিনের মাথায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহুর বাড়িতে শক্তিশালী ড্রোন হামলা হয়েছে। সংবাদ সংস্থা জানাচ্ছে, তেল আবিবের উত্তরে নেতানিয়াহুর বাসভবনে ড্রোনটি আছড়ে পড়ে। তিনি বা তাঁর পরিবারের কেউ তখন বাসভবনে ছিলেন না।
২০২৪ সালের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের উপরে কয়েক হাজার রকেট ছঁড়ে হামাস তাতে দেড় হাজার জন মারা যান। অপহরণ করা হয় কয়েকশো জনকে। এর পরে হাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি প্যালেস্টাইনের বাসিন্দা। আহত ৯০ হাজারেরও বেশি।