আমুদরিয়া নিউজ: বানভাসি মালদার ভূতনিতে ক্ষতিগ্রস্ত বাঁধের সন্ধানে ড্রোন উড়িয়ে নজরদারি জেলা সেচ দফতরের। কোথাও জলের স্রোতে বাঁধ ভেঙেছে। কোথাও জমা জল বার করতে বাঁধ কেটেছেন গ্রামবাসীরাই। বৃহস্পতিবার রাত থেকে রতুয়ার মহানন্দাটোলা পঞ্চায়েতের ক্লান্তটোলায় নতুন করে ফুলহারের ভাঙনে প্রায় ৫০ মিটার অংশ তলিয়ে যাওয়ায় উদ্বিগ্ন নদীর পাড়ের বাসিন্দারা।
এখন গাছের গুঁড়ি, মাটির বস্তা দিয়ে অস্থায়ী ভাবে বাঁধ তৈরি করা হচ্ছে। টাকা বরাদ্দ হলে স্থায়ী ভাবে কাজ শুরু হবে বলে আশ্বাস দিলেন রাজ্যের সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।