আমুদরিয়া নিউজ: একজন প্রধান শিক্ষক মদ খেয়ে টালমাটাল হয়ে স্কুলে ঢুকছেন। ঢুকতে গিয়ে পড়ে যাচ্ছেন বারবার। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি মধ্যপ্রদেশের রেওয়া জেলার একটি হাই স্কুলের বলে সোশাল মিডিয়া বলছে।
কিন্তু, প্রধান শিক্ষক যখন মদ কেয়ে স্কুলে গিয়ে এমন কাণ্ড ঘটাবেন, সে সময়ে ভিডিও তোলার জন্য ফটোগ্রাফার কি আগে থেকে ছিলেন! যদিও ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগেও মদ খেয়ে স্কুলে হট্টগোলের অভিযোগ ছিল। সে যাত্রায় ক্ষমা চেয়ে পার পেয়েছিলেন। এবার কি হয় দেখা যাক।