আমুদরিয়া নিউজঃ পাহাড় জঙ্গলের পাশাপাশি ডুয়ার্সের বিশাল অঞ্চল জুড়ে রয়েছে চা বাগান। তবে সেরকম পরিচিত না থাকায় বিশ্বের বাজারে দার্জিলিং কিংবা অসমের চায়ের মতো কদর পাচ্ছে না। এবার ডুয়ার্সের চায়ের পরিচিতির পক্ষে জোরালো দাবি উঠল। জলপাইগুড়িতে ডুয়ার্সের চা নিয়ে একটি আলোচনা সভায় বিশ্ব বাজারে ডুয়ার্সের চায়ের আলাদা পরিচিতির পক্ষে দাবি তোলা হয়। ছোট-বড়ো মিলে ডুয়ার্সে ১৮৩ টি চা বাগান রয়েছে। দেশের উৎপাদিত চায়ের ৩৫ শতাংশ ডুয়ার্সের। কিন্তু নিজস্ব পরিচিতি না থাকায় বিশ্ব বাজারে স্বীকৃতি মেলে না। তাই এবার দার্জিলিং, অসম এর মতো ডুয়ার্সের চায়ের স্বীকৃতি ও আলাদা পরিচিতি নিয়ে উদ্যোগ নেওয়ার পক্ষে জোর দেওয়া হয়েছে।
এই আলোচনা সভায় টি বোর্ডের উপ নির্দেশক সুবীর হাজরা বলেন, বিশ্ব বাজারে ডুয়ার্সের চায়ের আরো ভালো মার্কেটিং এর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। তার একটা লোগো আছে তার মাধ্যমে চায়ের স্পেশালিটি বিশ্ব বাজারে তুলে ধরে এখানকার চায়ের পরিচিতি দেবার প্রচেষ্টা চলছে। আলাদা পরিচিতি হলে বিশ্বের বাজারে ডুয়ার্সের চায়ের আরও সুনাম ও ব্যবসা বৃদ্ধি পাবে বলে মনে করছে এখানকার চা মহল।