আমুদরিয়া নিউজ : আমেরিকায় লস অ্যাঞ্জেলেসে দাবানল ক্রমশ আরও ভয়াবহ হচ্ছে। এখন প্রবল হাওয়া বইতে থাকায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। পুড়েছে বিস্তীর্ণ এলাকা। অন্তত ৭ জনের প্রাণ গিয়েছে। দমকল হিমশিম খাচ্ছে। হেলিকপ্টার থেকে জল ছিটিয়েও আগুন আয়ত্বে আনা যাচ্ছে না। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাড়িও দাবানলের কবলে পড়তে পারে। তাই তাঁকে বাড়ি খালি করতে বলা হয়েছে। এই দাবানলের জন্য অনেকে বাড়ি ছেড়ে গিয়েছে। সেখানে আগুনের মধ্যে ঢুকে চুরির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ।
