আমুদরিয়া নিউজ : ম্যাডাম পড়াতে এসছিলেন ছাত্রকে। ছাত্রকে তিনি বলতে বললেন, কলকাতায় তাজমহল অবস্থিত। ছাত্রও খুব মনোযাগী। এক নাগাড়ে বলতে শুরু করল, কলকাতায় তাজমহল অবস্থিত। ছাত্রের বাবা এসে দেখে ছাত্র তখনও ওই একই কথা আওড়ে চলেছে। অগত্যা বাবা ম্যাডামকে জিজ্ঞাসা করলেন, ম্যাডাম তাজমহল তো আগ্রায়। এসব কী পড়াচ্ছেন ছাত্রকে ? ম্যাডামের জবাব, আমার তিন মাসের মাইনে না দিলে তাজমহল কলকাতা ছেড়ে আগ্রায় যেতে পাবে না।
