আমুদরিয়া নিউজ : শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে বৃহস্পতিবার এক সদ্যোজাতের দেহ নিখোঁজ হয়েছে। তা নিয়ে ক্ষোভ দানা বাঁধছে নাগরিক সমাজে। শুক্রবার শিলিগুড়ির গণচেতনা নাগরিক মঞ্চের পক্ষ থেকে হাসপাতাল সুপারকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
সংগঠনের যুগ্ম সম্পাদক উত্তম দে জানান, হাসপাতালের সুপারকে বলা হয়েছে, ঢিলেঢালা নিরাপত্তার কারণেই এমন ঘটনা ঘটেছে। হাসপাতালের কেউ যুক্ত আছে কি না, দুষ্টচক্রে কে বা কারা আছে তা খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা। না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা।